খাগড়াছড়ির দীঘিনালায় ভোটার দিবস উদযাপন
খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় ৭তম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। রবিবার (২মার্চ) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসে আয়োজনে উপজেলা পরিষদ এর সামনে থেকে ৭তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য ব্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়। ভোটার হালনাগাদ সুপারভাইজার কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারমো: মামুনুর রশীদ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় নির্বাচন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির পরিচালক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা উপজেলায় বিএনপি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীঘিনালা প্রতিনিধি মোঃ মারুফ খান।
এছাড়াও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল রানা, দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও: মুহাম্মদ জামালুল হাসান, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি মাও: মোঃ আবদুল খালেক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ, দীঘিনালা থানা প্রতিনিধি এসআই প্রানতোষ। আলোচনা সভায় বক্তরা বলেন, ভোটার হওয়া একটি নাগরিক অধিকার। সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য আহবান করনে।