[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

দৈনিক খোলা চোখ এর সেরা প্রতিনিধি থানচি’র সাংবাদিক মংবোওয়াচিং

॥ চিংথোয়াই অং মারমা, থানচি ॥
বান্দরবানের থানচি উপজেলার নানান সমস্যা এবং সম্ভাবনার উপর অনুসন্ধানী সংবাদ লেখায় দৈনিক খোলা চোখ এর ২০২৪ সালের চট্টগ্রাম অঞ্চলের সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেলেন বান্দরবানের থানচি উপজেলার সাংবাদিক মংবোওয়াচিং মারমা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) তাকে এওয়ার্ড প্রদান করেন দৈনিক খোলা চোখ কর্তৃপক্ষ।

থানচি উপজেলা প্রেস ক্লাব সুত্র জানিয়েছে, অনিয়ম, দুর্নীতি, উন্নয়ন সহ অনুসন্ধানী প্রতিবেদন লেখনির জন্য সাংবাদিক মংবোওয়াচিং মারমা সংবাদপত্র প্রকাশনা প্রতিষ্ঠান দৈনিক খোলা চোখ এর চট্টগ্রাম অঞ্চলের সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারী ঢাকাস্থ দৈনিক খোলা চোখ এর প্রতিষ্ঠাবাষির্কীতে সম্পাদক ও প্রকাশক মাহাবুবুর রহমান আহাদ তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করেন। তিনি থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন। তার এ পুরস্কার প্রাপ্তিতে ক্লাবের সকল সদস্য সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা গর্বিত। এ পুরস্কার সাংবাদিকদের কাজে যথেষ্ট প্রেরণা যোগাবে। সেই সাথে দৈনিক খোলা চোখ এর কর্তৃপক্ষকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এ্যাওয়ার্ড পেয়ে থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা বলেন এ পুরস্কার আমার কাজের ছোট একটি স্বীকৃতি। আমাকে আরো ভালো করার প্রেরণা যোগাবে। আমার এ পুরস্কার প্রাপ্তিতে সাংবাদিকতায় আমার সকল সাংবাদিকদের কোন না কোনভাবে সহযোগীতা রয়েছে। সাংবাদিকের দায়িত্ব হলো নিজেকে সৎ এবং সাহসিকতার মধ্যে সমাজের নানান অসংগতি তুলে ধরাই একজন সাংবাদিকের কাজ, কেননা সাংবাদিকরাই হলো সমাজের আয়না।