[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের থানচিতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসকের সহায়তাবাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিতদৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হবে নাবান্দরবানের রোয়াংছড়িতে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিতখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে ৬মাস মধ্যে আবার অগ্নিকাণ্ডবাঘাইছড়ি সাজেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তাকাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারমাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলেদেশ ও জনগণের সর্বদা পাশে থাকবে সেনাবাহিনী: থানচিতে লে: কর্ণেল জুলকার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে রিংরং ম্রোর মুক্তির দাবিতে বিক্ষোভ

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক লামায় ভূমিরক্ষা কমিটির নেতা রিং রং ম্রো’র নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে রিড্ থানচি ট্রেড সেন্টার সামনে ম্রোঃ প্রগতিশীল ছাত্র ও যুব সমাজ আয়োজনে রেংহাই ম্রোঃ সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের শিক্ষার্থী তুম্পাও ম্রোঃ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন– পাদুই ম্রোঃ, এংদুই ম্রোঃ, সিংওয়ামং মারমা, লালমিন বম, রুইপিয়ো ম্রোঃ, অমর কান্তি দাশ প্রমূখ। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের উপজেলা ম্রোঃ সম্প্রদায়ের বিভিন্ন গ্রামের লোকজন, সুশীল সমাজ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছেন।

বক্তারা বলেছেন, বহু বছর ধরে অযাচিতভাবে আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে প্রান্তিকতার খাদে ঠেলে দিচ্ছে। তারই বহিঃপ্রকাশ ভূমিরক্ষা কমিটির নেতা রিংরং ম্রোকে মিথ্যা মামলায় আটক করা। রিংরং ম্রোকে গ্রেপ্তার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে আদিবাসীদের উপর চলমান নিপীড়নের বহিঃপ্রকাশ। বক্তারা আরও বলেন, রিংরং ম্রোকে গ্রেপ্তারের ওয়ারেন্ট না দেখিয়ে সিভিল ড্রেসে গ্রেপ্তার করা হয়েছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক রিংরং ম্রোর মুক্তি ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করার হলে কঠোরভাবে আন্দোলনে হুশিয়ারি দেন ছাত্র-যুব সমাজ।