[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
সরকারি চাল মজুদ রাখার অভিযোগে রাঙ্গামাটিতে তিন ব্যবসায়ীকে জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়ুথ গ্রুপের ত্রৈ-মাসিক সক্রিয়করণ সভাখাগড়াছড়ির দীঘিনালায় জামায়াতে ইসলামী‘র দাওয়াতী প্রচারপত্র বিলিমাটিরাঙ্গায় খাগড়াছড়ি বধির উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধনখাগড়াছড়ির গুইমারায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সিন্দুকছড়ি সেনাজোনের সভাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে রিংরং ম্রোর মুক্তির দাবিতে বিক্ষোভ

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক লামায় ভূমিরক্ষা কমিটির নেতা রিং রং ম্রো’র নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে রিড্ থানচি ট্রেড সেন্টার সামনে ম্রোঃ প্রগতিশীল ছাত্র ও যুব সমাজ আয়োজনে রেংহাই ম্রোঃ সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের শিক্ষার্থী তুম্পাও ম্রোঃ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন– পাদুই ম্রোঃ, এংদুই ম্রোঃ, সিংওয়ামং মারমা, লালমিন বম, রুইপিয়ো ম্রোঃ, অমর কান্তি দাশ প্রমূখ। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের উপজেলা ম্রোঃ সম্প্রদায়ের বিভিন্ন গ্রামের লোকজন, সুশীল সমাজ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছেন।

বক্তারা বলেছেন, বহু বছর ধরে অযাচিতভাবে আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে প্রান্তিকতার খাদে ঠেলে দিচ্ছে। তারই বহিঃপ্রকাশ ভূমিরক্ষা কমিটির নেতা রিংরং ম্রোকে মিথ্যা মামলায় আটক করা। রিংরং ম্রোকে গ্রেপ্তার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে আদিবাসীদের উপর চলমান নিপীড়নের বহিঃপ্রকাশ। বক্তারা আরও বলেন, রিংরং ম্রোকে গ্রেপ্তারের ওয়ারেন্ট না দেখিয়ে সিভিল ড্রেসে গ্রেপ্তার করা হয়েছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক রিংরং ম্রোর মুক্তি ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করার হলে কঠোরভাবে আন্দোলনে হুশিয়ারি দেন ছাত্র-যুব সমাজ।