[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবাখাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও পুরস্কার প্রদান

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের শালবন এলাকায় অবস্থিত কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা প্রতিবন্ধী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ শিক্ষার্থীরা।

প্রধান অতিথি সুপ্রদীপ চাকমা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাদের উপযুক্ত সহায়তা ও সুযোগ প্রদান করা গেলে, তারা সৃজনশীল ও উৎপাদনশীল কাজে অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সম্মান ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা আমাদেরই সন্তান, স্বজন। তাদের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকের।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ প্রদান করা হয়।