[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণখাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটকপ্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

আমাদের শিক্ষাব্যবস্থাকে সর্বপ্রথম ঢেলে সাজাতে হবে: অ্যাড. উবাথোয়াই

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
কিছু ইতিবাচক নীতির থাকলে শিক্ষার অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না। কেন না? তিন পার্বত্য জেলাতে বান্দরবানেই শিক্ষা হার কম, পিছিয়ে পড়া থানচিতে সবকিছু সংকট কাটিয়ে উঠতে পারলে শিক্ষা ক্ষেত্রেই একটা রোল মডেল হিসেবে দাঁড় করাতে পারি। এক্ষেত্রে যেভাবে শিক্ষকরা নিজেকে উজার করে দিয়ে প্রতিষ্ঠানে স্বার্থের নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে বান্দরবানের থানচিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যের এসব কথা বলেছেন জেলা পরিষদের সদস্য ও অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষা অগ্রগতি নীতির প্রসারিত করতে এলাকার জনপ্রতিনিধি, অভিভাবক, সমাজের নেতা ও জনগণের মিলে ইতিবাচক পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তবেই শিক্ষা ব্যবস্থার জেলা শহরে মধ্যে একটা রোল মডেল আকারে দাঁড়াতে পারবো। অতিথি’র বক্তব্যের জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা আরো বলেছেন ছাত্রজনতার এক অভ্যুত্থানে শাসক দলকে বিদায় নিতে হয়েছে। দেশের ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। অসাম্প্রদায়িক, সুন্দর, ন্যয়নিষ্ঠাসম্পন্ন সমাজ গঠন করার জন্য মানসিকতা, মূল্যবোধ ইত্যাদিতে পরিবর্তন আনা সর্বাগ্রে জরুরি। মনন আর মানসিকতা, চিন্তার, রুচিবোধ যদি পরিবর্তন না হয়, তাহলে একটি সভ্য সমাজ তৈরি করা অত্যন্ত দুরূহ কাজ হবে। চিন্তা আর মনন গঠনের জন্য সর্বপ্রথম আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এবং শিক্ষার্থীদের পড়ালেখায় পথচলার আগামী দিনের সুন্দর ও সফল হোক কামনা করেন তিনি।

এই সংবর্ধনা অনুষ্ঠানে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানার অফিসার নাছির উদ্দিন মজুমদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, মৈত্রী শিশু সদন এর পরিচালক উঃ বিচারা ভান্তে, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) প্রমূখ। এছাড়াও শান্তিরাজ ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেক সিএসসি, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমীর উদ্দীন, রেমাক্রী উচ্চ স্কুলের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা’ সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।