রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনা অভিযানে ভারতীয় চকলেট জব্দ
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর কিয়াংঘাট নামক এলাকায় ভারতীয় চকলেট জব্দ করেছে বাঘাইহাট জোনের সদস্যরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) অভিযানে ১২০ প্যাকেট অবৈধ ভারতীয় কিডো(পিনাট) চকলেট জব্দ করা হয়।
বাঘাইহাট জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় চকলেট নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকায় ওয়াঃ অফিঃ মির্জা মাহবুব এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করলে অবৈধভাবে পাচারকারী চক্র ২ বস্তা (১২০ প্যাকেট) চকলেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মুল্যে ৫০ হাজার টাকা বলে বাঘাইহাট জোন সুত্র জানায়। এবিষয়ে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।