[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের থানচিতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসকের সহায়তাবাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিতদৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হবে নাবান্দরবানের রোয়াংছড়িতে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিতখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে ৬মাস মধ্যে আবার অগ্নিকাণ্ডবাঘাইছড়ি সাজেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তাকাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারমাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলেদেশ ও জনগণের সর্বদা পাশে থাকবে সেনাবাহিনী: থানচিতে লে: কর্ণেল জুলকার
[/vc_column_text][/vc_column][/vc_row]

মকসুদ আহমেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ

॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ, গুণী সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মকসুদ আহমেদ-এর মৃত্যুতে প্রেসক্লাবের উদ্যোগে খাগড়াছড়িতে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই কর্মসূচি আয়োজিত হয়।

শোকসভায় প্রয়াত সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ’র বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে, তার রূহের মাগফিরাত কামনায় আল আমিন বারিয়া এতিমখানার এতিমদের দিয়ে খতমে কুরআন পড়ানো হয়। শোকসভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ’র কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমরা একজন সুযোগ্য ও সাহসী অভিভাবককে হারিয়েছি, যিনি যে কোনো সাংবাদিকের সমস্যায় পাশে দাঁড়াতেন এবং সর্বোচ্চ সহযোগিতা করতেন।

একেএম মকসুদ আহমেদ রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পাহাড়ের প্রবীণ ও সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একেএম মকসুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।