[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

মকসুদ আহমেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ

॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ, গুণী সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মকসুদ আহমেদ-এর মৃত্যুতে প্রেসক্লাবের উদ্যোগে খাগড়াছড়িতে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই কর্মসূচি আয়োজিত হয়।

শোকসভায় প্রয়াত সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ’র বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে, তার রূহের মাগফিরাত কামনায় আল আমিন বারিয়া এতিমখানার এতিমদের দিয়ে খতমে কুরআন পড়ানো হয়। শোকসভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ’র কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমরা একজন সুযোগ্য ও সাহসী অভিভাবককে হারিয়েছি, যিনি যে কোনো সাংবাদিকের সমস্যায় পাশে দাঁড়াতেন এবং সর্বোচ্চ সহযোগিতা করতেন।

একেএম মকসুদ আহমেদ রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পাহাড়ের প্রবীণ ও সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একেএম মকসুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।