[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের থানচিতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসকের সহায়তাবাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিতদৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হবে নাবান্দরবানের রোয়াংছড়িতে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিতখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে ৬মাস মধ্যে আবার অগ্নিকাণ্ডবাঘাইছড়ি সাজেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তাকাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারমাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলেদেশ ও জনগণের সর্বদা পাশে থাকবে সেনাবাহিনী: থানচিতে লে: কর্ণেল জুলকার
[/vc_column_text][/vc_column][/vc_row]

দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভুমি’র সম্পাদক মকছুদ আহমেদ এর ইন্তেকাল

১৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥
দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভুমি পত্রিকার সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যুতে সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর শুনে সাংবাদিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা হাসপাতালে দেখতে ছুটে যান। পরে হাসপাতাল থেকে তাঁর মরদেহ জেল রোডস্থ বাসভবনে আনা হলে রাঙ্গাাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ তাঁকে দেখতে জড়ো হন এবং শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারালো।

রাঙ্গামাটি প্রেস ক্লাব সুত্র জানিয়েছেন, সাংবাদিক এককেএম মকছুদ আহমেদ সাংবাদিকতা পেশায় ৫৬বছর পার করেছেন। তিনি ১৯৭৯ সালে প্রথমে সাপ্তাহিক বনভুমি এবং ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করেন।

সাংবাদিকতা জীবনে সাংবাদিক একেএম মকছুদ আহমেদ পার্বত্য চট্টগ্রামের মানুষের সমাজ, রাষ্ট্র এবং প্রশাসনের জনকল্যাণের উন্নয়ন ও সার্বিক তথ্য জানার অধিকার থেকে পিছিয়ে থাকা সমাজকে জানাতে তিনি তাঁর পত্রিকায় নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। তবে সাপ্তাহিক বনভুমি প্রকাশনার ব্যর্থয় ঘটলেও গিরিদর্পণ প্রকাশনার কোন ঘাটতি ছিল না। টানা ৪২বছর ধরে উভয় পত্রিকার সম্পাদক ও প্রকাশ হিসেবে সমাজ, রাষ্ট্র এবং প্রশাসনের কল্যাণে তাঁর ভুমিকা ছিল প্রশংসনীয়। তাঁর সুত্র ধরেও পার্বত্য চট্টগ্রামে অনেক সাংবাদিকেরও আত্মপ্রকাশ ঘটে এবং তার পরিধিও বাড়ে। এভাবেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকতা পেশাকে লালন-পালন করে গেছেন। জীবনের দীর্ঘ সময় ধরেই সাংবাদিকতা পেশাকে মনে প্রাণে ধারণ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষার মাসেই। তাঁর মৃত্যুতে রাঙ্গামাটির সাংবাদিক সমাজ এর মাঝে শোক এবং শুন্যতার সৃষ্টি হলো।

অপর দিকে সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যুতে রাঙ্গামাটি প্রেস ক্লাব, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটি, সাংবাদিক ফোরাম ও পার্বত্য সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। এছাড়াও শোক জানিয়েছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর নামাজে জানাজা শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকায় রাঙ্গামাটিস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্টিত হয়। পরে তাঁকে চট্টগ্রামের মীরসরাইস্থ মিঠাছড়া গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়। রাঙ্গামাটি প্রেস ক্লাব এর সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল সহ সাংবাদিকদের একটি দল জানাজা শেষে চট্টগ্রামের মীরসরাই নিয়ে গেছেন। সেখানেই তাঁকে কবরস্থ করা হবে প্রেস ক্লাব সুত্র জানিয়েছেন।