[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণখাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটক
[/vc_column_text][/vc_column][/vc_row]

মারমা নারীরা পূর্বের তুলনায় অনেক ঐক্যবদ্ধ: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
দেশ ও সমাজ গঠনের পাশাপাশি নিজস্ব মারমা জাতিসত্ত্বাকে ঐক্যবদ্ধ করার লক্ষে, সামাজিক আন্দোলনকে জোরদার করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা টাউন হলে নবগঠিত কমিটির সহ-সভাপতি আব্রে মারমার সঞ্চালনায় ও সভাপতি আপ্রুসি মগ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ প্রধান ম্রাসাথোয়াই মারমা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা সভাপতি কুমার সুইচিংপ্রু চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, যুব ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি চিংহ্লামং মারমা, ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী। সভার শুরুতে উপজেলা সাধারণ সম্পাদক আম্যে মগ স্বাগত বক্তবে রাখেন।

দেশ ও সমাজ গঠনের পাশাপাশি মারমা জনগোষ্ঠীকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সভায় বক্তারা বলেন, মারমা জনগোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এখনও আমাদের সম্প্রদায়ের প্রতিনিধির সংখ্যা কম। তাই আমাদের জাতিসত্ত্বার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ কাজ করার হওয়ার আহবান জানান। আর তবেই মারাম জাতিগোষ্ঠী এগিয়ে যাবে, নতুবা আরো পিছিয়ে পড়বে। তাছাড়া সমিতির মাধ্যমে মারমা নারীরা পূর্বের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন এবং তাদের কার্যক্রমের সাধুবাদ জানান। এসময় জেলা-উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ মারমা ঐক্য, যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।