॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা॥
বান্দরবানের আলীকদমে অনুপ্রবেশেকালে মায়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি। শনিবার (৮ফেব্রুয়ারী) ভোরে সদর ইউনিয়নের আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ ও বিজিবি সুত্র নিশ্চিত করেছেন।
আটককৃদের মধ্যে ৯ জন মহিলা, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে ভোরে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এসময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি চালিয়ে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
বিজিবি আরো জানায়, ওপারে বিদ্রোহী গোষ্ঠির সাথে মায়ানমার জান্তার বাহিনী দীর্ঘ মাস ধরে যুদ্ধ চলমান রয়েছে। যার ফলে ওপারে উত্তেজনা সৃষ্টি কারণে বিভিন্ন দালাল চক্রে মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে আসছে রোহিঙ্গা নাগরিকরা।
আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেঃ আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশে অনুপ্রবেশ সময় ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।