[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে, আমরা সজাগ থাকব

রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বতীকালীন সরকারকে সময় দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার (৮সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এক বক্তৃতায় বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকারের জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত জনগণকে ধৈর্য ধারণ করার এবং সরকারের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সময় দেওয়ার পরামর্শ দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অর্ন্তর্বতী সরকারের বয়স মাত্র এক মাস। আমাদেরকে সরকারের সংস্কারের জন্য সময় দিতে হবে। এই সরকার একটি স্বাস্থ্য কাঠামো তৈরি করবে যেখানে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষ এক জায়গা থেকে চিকিৎসা নিতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, ৫ই আগস্টের পর আমাদের নতুন সংগ্রাম শুরু হয়েছে। শেখ হাসিনার শাসন শেষ হয়ে গেছে এবং তার প্রশাসনের কিছু অংশ এখনো আমাদের চারপাশে ঘোরাফেরা করছে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। গত ১৬ বছরে দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে এবং জনগণকে বিভক্ত করে রাখা হয়েছে।

বিশেষ করে, হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়ে বলেন, আমরা দেখেছি, সাম্প্রতিক রাজনৈতিক ও বন্যার সময় সকলেই মিলিত হয়ে সংকট মোকাবেলা করেছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের কাঠামোতে রয়ে গেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, ক্ষমতার পরিবর্তে জনগণের সেবায় মনোনিবেশ করুন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, আপনারা যদি জনগণের সেবা দিতে ব্যর্থ হন, তাহলে ফ্যাসিবাদী সরকারের আমলে নিয়োগকৃত কর্মচারীদের পরিবর্তন করা হবে। সরকার যদি উন্নয়ন দাবি করে, তাহলে দেশে অনিয়ম এবং দুর্নীতি না থাকলে তা প্রমাণিত হবে। বক্তব্যের শেষ দিকে, হাসনাত আব্দুল্লাহ জানান, “আমরা ছাত্র জনতা সন্ত্রাস, চাঁদাবাজি, এবং দুর্নীতি সহ্য করবো না। ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা সজাগ থাকব এবং বিভাজন থেকে মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাব।