কাপ্তাই বিজিবি ব্যাটালিয়নের দূর্গম সীমান্তবর্তী এলাকায় কারিগরী প্রশিক্ষণ সম্পন্ন
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
দূর্গম সীমান্তবর্তী পার্বত্যাঞ্চলের বেকার তরুনদের কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উদ্যোগে ৪ সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই ব্যাটালিয়নের অধিনস্থ জুরাছড়ি উপজেলার দূর্গম পানকাটা বিওপি‘র ব্যবস্থাপনায় গত ১৮ আগষ্ট থেকে ৪ সপ্তাহব্যাপী জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েলডিংয়ের উপর এই প্রশিক্ষণ প্রদান করা হয়। গত সোমবার (৯ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া পদাতিক সমাপনী ভাষন প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক মহোদযের নির্দেশনা বিজিবি হবে সীমান্তে নির্ভরতার প্রতীক এই মূলমন্ত্রকে সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক চার সপ্তাহের উক্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয়। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তিনি অংশ গ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সীমান্তে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের তরুণ ও যুব সমাজকে কর্মমুখী করে দেশীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা তৈরির জন্যই ছিল এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম রাখা এবং বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে অধিকতর সাফল্য বয়ে আনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমাপনী বক্তব্য শেষ করেন। এসময় অধিনায়ক শিক্ষার্থীদেরকে বিষয়োক্ত প্রশিক্ষণের সনদপত্র এবং ওয়েল্ডিং ও বৈদ্যুতিক কাজের জন্য বিভিন্ন টুলস সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বিজয় চাকমা এবং স্থানীয় জনসাধারনের পক্ষ থেকে মেম্বার লক্ষী লাল চাকমা বক্তব্য রাখেন। এসময় তারা দূর্গম সীমান্তবর্তী পার্বত্যাঅঞ্চলে এধরনের জন কল্যানমূলক কার্যক্রম পরিচালনার জন্য কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) তথা বর্ডার গার্ড বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কার্যক্রম চলমান রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের নিকট সবিনয় অনুরোধ করেন। উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকলেই সফলতার সাথে উত্তীর্ণ হয়।