বান্দবানের রোয়াংছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পারিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা প্রতিপাদ্যকে সামনের রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা রোয়াংছড়ি উপজেলা সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর ২০২৪) আয়োজিত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউআরসি ইনষ্ট্রাক্টর মোমিনুল ইসলাম, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ^নাথ তঞ্চঙ্গ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা। এছাড়া বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের অর্ধশতাধিক ব্যক্তিবর্গগণ সভায় অংশগ্রহণ করেন।