পানছড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামী’র আয়োজনে উপজেলার নব-গঠিত কমিটির প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার (৪আগষ্ট) বিকেলে উপজেলার মায়াকানন রেস্টুরেন্টে এই সভার আয়োজন করে জামায়াতে ইসলামী, পানছড়ি উপজেলা শাখা।
মতবিনিময় সভায় নব-গঠিত প্রেসক্লাব কমিটির নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দরা অংশগ্রহন করে। দীর্ঘ বছর পর পানছড়িতে জামায়াতে ইসলামীর এমন মনখোলা মতবিনিময় সভার আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে পানছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
এসময় সুষ্ঠু ও নিরপেক্ষতার অংশ হিসেবে নব-গঠিত পানছড়ি প্রেসক্লাবকে দল-মত, নির্বিশেষে সকলের সঙ্গে এক হয়ে কাজ করে যাওয়ার আহ্বান করেন জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলার সভাপতি মোঃ জাকির হোসাইন।