মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিফ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময়, ক্ষতিগ্রস্ত ১০০ জন কৃষককে এক বিঘা জমির বিপরীতে ৫ কেজি ধান ও ডিএপি সার ১০ কেজি, এমওপি স্যার ১০ কেজি করে বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক মুহাম্মদ বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সবুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরনে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমির হোসেন সহ বিভিন্ন উপসহকারী কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকগন জেলা পরিষদ অর্থ ছাড় করা সাপেক্ষে শীঘ্রই ১০০০ টাকা করে পাবেন।