দীঘিনালায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমনের বীজ বিতরন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় সম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে পূনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার(২সেপ্টম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস সামনে দীঘিনালা, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমন ধানের উফশী জাতের বীজ, সার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল রানা, দীঘিনালা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, কৃষি উপসহকারী কর্মকর্তা প্রমূখ। এতে উপজেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ১শত৫০জনকে রোপা আমন ধানের উফশী জাতের বীজ-১০ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০কেজি এবং ধানখেত পরিচর্যা করার জন্য মোবাইল ব্যাংকিং নগদ/ বিকাশ কৃষি একাউন্ট এর মাধ্যমে নগদ ১হাজার করে টাকা দেয়া হবে।