কাপ্তাই উপজেলায় সর্দি-কাশি ও নিউমোনিয়ায় শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভারী বর্ষণ ও ঠাণ্ডা জনিত কারনে হাসপাতালে দিন দিন রোগী সংখ্যা বৃদ্বি পাচ্ছে। সোমবার (২সেপ্টেম্বর)বেলা ১২টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু ওয়ার্ডে গিয়ে দেখাযায় ওয়ার্ড গুলোতে বৃদ্ব ও শিশু ঠান্ডা,কাঁশি, সর্দি ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছে।
হাসপাতালের শিশু ওয়ার্ড ইনচার্জ মিনু মারমা জানান, প্রতিদিন ঠান্ডা, সর্দি, কাঁশি ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে। এর মধ্যে বেশি ভর্তি আছে শিশু। উল্লেখিত রোগে ৩৬জন শিশু ও বৃদ্বের মধ্যে ১২জন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় চলে গেছে। অন্যরা চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পঃপ কর্মকর্তা ডাঃ রুইহুলা অং মারমা জানান, গত কয়েক দিনের প্রবল ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের ফলে ঠান্ডা ও সর্দি কাঁশি এবং পাশাপাশি শিশুদের নিউমোনিয়া বেড়েছে। হাসপাতালে প্রতিদিন এ রোগে ভর্তি হচ্ছে অনেকে। কেউ কেউ চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিড়ছে। তবে বৃষ্টির পনি এবং ঠান্ডা হতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।