[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

৩৫বছরেও কাপ্তাই রাইখালী নারানগিরি বাঁশের সাঁকোটি ব্রিজে উন্নয়ন হয়নি

২৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ২নংওয়ার্ডের বাঁশের সাঁকোটি দীর্ঘ ৩৫বছরেও ব্রিজে উন্নয়ন করা হয়নি। গত ১৭আগস্ট পাহাড়ি ঢলে এলাকার একমাত্র বাঁশের সাঁকোটি কর্ণফুলী নদী গর্বে ভেঙ্গযায়। ফলে হাজারও বসবাসকারী শতাধিক পরিবার, স্কুল,কলেজ শিক্ষার্থী, অসুস্থ লোকজন ও গর্ভবতী মহিলার চরম দুর্ভোগে ভুগছে। এযাবৎ গ্রামবাসীরা নিজ অর্থায়নে ৪বার সংস্কার করে এটি।

উপজেলা প্রশাসনের পক্ষ হতে এটি সংস্কার করার একাধিকবার প্রতিশ্রুতি দেয়া হলেও এযাবৎ তা সংস্কার করা হয়নি। এদিকে বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাওয়ার ফলে অনেক শিক্ষার্থী পাঠশালায় যাওয়া বন্ধ করে দিয়েছে বলে এলাকার অভিভাকগন মত প্রকাশ করে। এলাকার মোঃ রাশের, এস,এম বজলুর রহমান ও মানিক জানান আমরা আর কত কষ্ট করব। কাপ্তাই উপজেলা প্রশাসন ও প্রকৌশলীকে বিষয়টি একাধিক বার বলা হলেও প্রতিশ্রুতি দেয় সংস্কার করার জন্য। কিন্ত দীর্ঘ ৩০/৩৫বছরেও তা বাস্তবায়ন হয়নি। বার বার ভাঙ্গছে পরে আমরা গ্রামবাসী নিজ অর্থায়নে এই সাঁকোটি ৪বার সংস্কার করেছি।

সর্বশেষ গত ১৭ আগসট২৪ইং তারিখ পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যায়। ফলে এলাকার হাজারও লোকজন স্কুল কলেজ, মাদরাসা, শিশুনিকেত শিক্ষার্থী, অসুস্থ বয়স্ক লোকজন ও গর্ভবতী মায়েরা যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামবাসী কাপ্তাই উপজেলা প্রশাসের নিকট এটি দ্রুত সংস্কারের দাবি জানান। রাইখালী ২নং ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবল সরকার জানান একাধিকবার এই সাঁকোটি কে ব্রিজরূপে সংস্কার করার কথা বললেও দীর্ঘ বছরেও তা সংস্কার করা হয়নি। গত ২সপ্তাহ আগে পাহাড়ি ঢলে সাঁকোটি নর্দী গর্ভে ভেঙ্গে যাওয়ায় হাজারও লোকজন কস্ট পাচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ইঞ্জিয়ার এটি সংস্কার করার প্রতিশ্রুতি দিলেও তা আজ পযন্ত বাস্তবায়ন হয়নি। তিনি এটি দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।