৩৫বছরেও কাপ্তাই রাইখালী নারানগিরি বাঁশের সাঁকোটি ব্রিজে উন্নয়ন হয়নি
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ২নংওয়ার্ডের বাঁশের সাঁকোটি দীর্ঘ ৩৫বছরেও ব্রিজে উন্নয়ন করা হয়নি। গত ১৭আগস্ট পাহাড়ি ঢলে এলাকার একমাত্র বাঁশের সাঁকোটি কর্ণফুলী নদী গর্বে ভেঙ্গযায়। ফলে হাজারও বসবাসকারী শতাধিক পরিবার, স্কুল,কলেজ শিক্ষার্থী, অসুস্থ লোকজন ও গর্ভবতী মহিলার চরম দুর্ভোগে ভুগছে। এযাবৎ গ্রামবাসীরা নিজ অর্থায়নে ৪বার সংস্কার করে এটি।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে এটি সংস্কার করার একাধিকবার প্রতিশ্রুতি দেয়া হলেও এযাবৎ তা সংস্কার করা হয়নি। এদিকে বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাওয়ার ফলে অনেক শিক্ষার্থী পাঠশালায় যাওয়া বন্ধ করে দিয়েছে বলে এলাকার অভিভাকগন মত প্রকাশ করে। এলাকার মোঃ রাশের, এস,এম বজলুর রহমান ও মানিক জানান আমরা আর কত কষ্ট করব। কাপ্তাই উপজেলা প্রশাসন ও প্রকৌশলীকে বিষয়টি একাধিক বার বলা হলেও প্রতিশ্রুতি দেয় সংস্কার করার জন্য। কিন্ত দীর্ঘ ৩০/৩৫বছরেও তা বাস্তবায়ন হয়নি। বার বার ভাঙ্গছে পরে আমরা গ্রামবাসী নিজ অর্থায়নে এই সাঁকোটি ৪বার সংস্কার করেছি।
সর্বশেষ গত ১৭ আগসট২৪ইং তারিখ পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যায়। ফলে এলাকার হাজারও লোকজন স্কুল কলেজ, মাদরাসা, শিশুনিকেত শিক্ষার্থী, অসুস্থ বয়স্ক লোকজন ও গর্ভবতী মায়েরা যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামবাসী কাপ্তাই উপজেলা প্রশাসের নিকট এটি দ্রুত সংস্কারের দাবি জানান। রাইখালী ২নং ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবল সরকার জানান একাধিকবার এই সাঁকোটি কে ব্রিজরূপে সংস্কার করার কথা বললেও দীর্ঘ বছরেও তা সংস্কার করা হয়নি। গত ২সপ্তাহ আগে পাহাড়ি ঢলে সাঁকোটি নর্দী গর্ভে ভেঙ্গে যাওয়ায় হাজারও লোকজন কস্ট পাচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ইঞ্জিয়ার এটি সংস্কার করার প্রতিশ্রুতি দিলেও তা আজ পযন্ত বাস্তবায়ন হয়নি। তিনি এটি দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।