সাংবাদিকতায় বৈষম্য দুর হয়ে পানছড়ি প্রেসক্লাব নতুন কমিটি গঠন
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় পানছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার মায়াকানন পার্কে ১৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পানছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাহিম কে সভাপতি, সাধারন সম্পাদক হিসেবে সৈয়দ এম এ বাশার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ইসমাইল কে মনোনীত করা হয়।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে, এস চাঙমা সত্যজিৎ কে সহ-সভাপতি, মোফাজ্জল হোসেন ইলিয়াস কে যুগ্ন-সাধারণ সম্পাদক, রায়হান আহমেদ কে অর্থ সম্পাদক, আনোয়ার হোসেন কে দফতর সম্পাদক, আরিফুল ইসলাম মুহিন কে প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য হিসেবে নতুন ধন চাকমা, শাহজাহান কবির সাজু, রাশেদুজ্জামান অলি এবং সাধারণ সদস্য হিসেবে মিঠুন সাহা, হেলাল উদ্দিন, কাজী ইসমাইল বিন ইউসুফ মোঃ চাঁন মিয়া কে মনোনীত করে মোট ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় পানছড়ি প্রেসক্লাব’র নবগঠিত কমিটির শুভ সূচনা মর্মে জানায়, ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি দল-মত নির্বিশেষে সাধারন জনগনের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাবে বলে অঙ্গীকারবদ্ধ।