খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি’র নানামুখী সহায়তা
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, অসহায়-দুঃস্থ, গরীব শিক্ষার্থী ও ফুটবল একাডেমির সদস্যদের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন সহ নানামুখী সেবা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।
এদিকে খাগড়াছড়ি জোন (৩০ বীর) কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী পানছড়ি ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ পানছড়ি বাজার এলাকার ১০টি পরিবারের বিতরণ করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন অধিনায়ক। এছাড়াও পুজগাং ও লোগাং এলাকায়ও এসব সামগ্রী বিতরণ করা হয়।
সেবা সামগ্রী বিতরণ শেষে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।