পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র অপসারণ দাবি
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙ্গালিদের ‘অ-পাহাড়ী’ বলে আখ্যা দিয়ে অবমাননা মূলক বক্তব্য প্রদান করায় অন্তরবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবি জানিয়েছে পাহাড়ের অধিবাসীরা। বৃহস্পতিবার (২৯আগষ্ট) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাটিরাঙ্গা সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মূল সড়কের রাস্তার মোড়ে সমাবেশ করে।
সম্প্রতি খাগড়াছড়ি সফরকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক বাঙ্গালী জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত দাবী করে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা তাঁর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পদত্যাগের দাবী করেন। পদত্যাগ না করলে ‘এক দফা’ আন্দোলনের ঘোষনা দেন বক্তারা। তাঁর অপসারনের দাবীতে কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ আমির হোসেন রনি, কামাল হোসেন সজীব, মোঃ ফয়জুল্লাহ ও আদনান আহমেদ স্বাধীন প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।