দীঘিনালায় বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বন্যায় কবলিত এলাকার বন্যায় দূর্গত লোকজনের মাঝে দীঘিনালা সেনা জোনের ৪ই বেংগল এর দি বেবী টাইগার্স পক্ষ থেকে চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পুরাতন বাজার) চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
এসময় বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড এম্বুলেন্সের লে. কর্নেল রাকিবুল ইসলাম, গাইনী চিকিৎসক লে. কর্নেল ডা: সেতারা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা: আসিফ রোবায়েত, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা: সাবিনা, ক্যাপ্টেন ডা: রাকিব, ডা: আশুতোষ চাকমা।
মেডিকেল ক্যাপ পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন জোনের ক্যাপ্টেন এম.এন।মোমিন শিহাব, বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার চৌধুরী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা প্রমূখ।
চিকিৎসা সেবা নিতে আসা হাচিনসনপুর এলাকার রাবেয়া (৩৪) বর্ন্যায় ঘরবাড়ি তলিয়ে গেছে। পরিবারের পানি বাহিত রোগ দেখা দিয়েছে। সেনাবাহিনীর মেডিকেল ক্যামে এ চিকিৎসা সেবা নিতে এসেছি। উপকার ভোগী রমেলা চাকমা (৪৫)সহ অনেকই সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও পেয়ে কৃতজ্ঞতা জানান।