[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বিজিবি’র যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক দুইদীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে: মংশৈলংগদুতে ছাত্র শিবির এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানফেসবুকে মানহানিকর পোস্টে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরিকাপ্তাইস্থ চিৎমরম ইউনিয়নে মানুষের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলায় সিগারেট সহ ভারতীয় পণ্য জব্দহালদার উজানে অভিযান চালিয়ে ৪শ মিটার চরঘেরা জাল জব্দঅহেতুক মামলা নয়, লিগ্যাল এইড অফিস এ সমাধানও হয়দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর মানবিক উদ্যোগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

২৮

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নে আয়োজনে অসহয় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল হতে দিনব্যাপী মগবান ইউনিয়নে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বরাদম আর্মি পোষ্টের দায়িত্নপূর্ণ দূর্গম এলাকা দুলুছড়ি, কুকুজ্যাছড়ি, কেরকাটাতে বসবাসকারী অসহায় দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি উক্ত চিকিৎসা ক্যাম্পেইন উপস্থিত ছিলেন।

ক্যাম্প অধিনায়ক বলেন, ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য এরকম চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। সেবা প্রদান করেন ১০আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসারগন। এসময় অসহায় মানুষের ভীর জমে চিকিৎসা নিতে।