খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেইট
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই হ্্রদের পানি বিপদ সীমা অতিক্রম করায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। প্রয়োজনে পানি পরিমান বৃদ্বি পেলে আরোও বাড়াতে হতে পারে বলে জানান কাপ্তাই বিউবো ব্যবস্থাপক। স্পীলওয়ে ৬ইঞ্জি করে পানি ছাড়াতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে গিয়ে পড়ছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টায় স্পিলওয়ের ১৬টি জলকপাট দেয়ার সময় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের সহ সকল ইঞ্জিনিয়ার, দায়িত্বশীল কর্মকর্তা অপারেটরগণ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছিল। শনিবার (২৪ আগস্ট) রাতে কাপ্তাই লেকের পানি ১০৮ ফুট মীন সি লেভেল ক্রস করেছে। রবিবার(২৫ আগস্ট) সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৩২ ফুট মীন সি লেভেল হওয়ায় অর্থাৎ বীপদ সীমা ক্রস করায় লেক ব্যবস্থা কমিটির পরামর্শে আমরা রবিবার সকাল ৮টা ৬মিনিটে কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬ টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড আরও ৩৩ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। বর্তমানে ৫ টি ইউনিট হতে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।