কাপ্তাইয়ে ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক দুর্যোগকালীন ত্রাণ সহায়তা প্রদান
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। রবিবার (২৫আগস্ট) সকাল ১১টা হতে সাড়ে ১২টা পযন্ত কাপ্তাই জীবতলী ইউনিয়নের হাজাছড়ি আনসার ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি সার্বিক তত্বাবধানে এ ত্রাণ বিতরণ করা হায়। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিয়াদ মাহামুদ উৎস। তিনি বলেন ব্যাটালিয়নের পক্ষ হতে দুর্যোগকালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।