[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে তবে স্পিলওয়ে ছাড়ারমত পানি এখানো বাড়েনি 

২৭
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে রাঙ্গামাটি জেলা ব্যতিত অন্যান্য উপজেলায় বেড়েছে স্পিলওয়ে ছাড়া আতঙ্ক। ও নানা বিভ্রান্তি মুলক উড়ো কথাবার্তা। বৃহস্পতিবার (২২আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রদের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের জানান হ্রদে পানি বৃদ্বি পেয়েছে ঠিক তবে স্পিলওয়ে ছাড়ারমত পানি এখানো বাড়েনি।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হতে কোন ঘোষনা না দেয়া পর্যন্ত কারো কান কথা না শোনার আহবান জানান, কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক। তিনি জানান, লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে বেড়েছে জল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। চট্রগ্রাম, রাউজন, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন নিচু উপজেলা হতে একাধিকবার ফোন করে জানতে চাচ্ছে স্পিলওয়ে বা জল বিদ্যুৎকেন্দ্রদের কপাট খুলছে কিনা বা কখন খুলবে। এ নিয়ে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিমূলক পোষ্ট করে সকলের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে।  হ্রদে পানি আছে ১০৪ মীনস সি লেভেল বা ফুট।
আমাদের ধারণক্ষমতা আছে ১০৮ হতে ১০৯ফুট পর্যন্ত। জদি পানি ধারণক্ষমতার চেয়ে বেশি বৃদ্ধি পায় তাহলে আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা, চিঠি বা মাইকিং করে তা জানিয়ে দিব। তিনি আরোও জানান ফেসবুকে দেখেছি নানাজনে বিভ্রান্তিমূলক কথা লেখে মানুষের মাঝে আতঙ্ক ছাড়াচ্ছে। যা একে বারে ঠিক না। বর্তমানে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রদের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২১১মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে। ১নং ইউনিট হতে ৪৫, ২নং৪০, ৩নং৪৬, ৪নং ৪০ ও ৫নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে।