ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে রামগড়ে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সাংসদ জননেতা জনাব ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে, রামগড় বিএনপি পরিবারের উদ্যোগে বুধবার ২১শে দিবাগত রাত থেকে বুধবার সারাদিন রামগড় পৌরসভার বিভিন্ন ওয়াড়র্ের আশ্রয় কেন্দ্র রামগড় নুরানি মাদ্রাসায়, খ্রীষ্টিয়ান স্কুল, নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সহ বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে, স্যালাইন, বিস্কিট, মুড়ি, মোমবাতি, দিয়াশলায়, সামগ্রী পৌছে দেন রামগড় বিএনপি পরিবারের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন নূরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফায়েত মোর্শেদ মিঠু, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি বলেন যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িতে না যাবে ততদিন পর্যন্ত জননেতা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশক্রমে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।