[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় নামে-বেনামে অভিযোগে বেকায়দায় বন বিভাগসাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া জরুরিহালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণকাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে আবারো ছাড়া হচ্ছে পানিমানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশে গনমাধ্যমের উপর সন্ত্রাসীদের সশন্ত্র হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা মুখে কালো মাস্ক পরে মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ফজলে এলাহি, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনছুর আহমেদ, বাংলা নিউজ২৪ ডটকমের প্রতিনিধি মোঃ মঈন উদ্দীন বাপ্পী ও সাংবাদিক নির্মল বড়ুয়া, চ্যানেল২৪ এর রাঙ্গামাটি প্রতিনিধি জেয়াউল হক, সাংবাদিক বিহারি চাকমাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা সন্ত্রাসীদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যম অফিস ও কর্মীদের উপর হামলাকারীরা কখনো কোন সভ্য জাতি হতে পারেনা। তারা নাশকতা কারী, সন্ত্রাসী এরা দেশ ও জাতীর শক্র। গণমাধ্যমের কণ্ঠা রোধ করে কোন দেশ চলেনি। দেশের চতুর্থ স্তম্ভের উপর যারা আঘাত এনেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানসহ দেশে বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকারকে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানায় সাংবাদিকরা।