[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই বিজিবির অভিযানে অরিস সিগারেট সহ নোহা গাড়ি আটকখাগড়াছড়ির রামগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক রেহান উদ্দিন পুরস্কৃতবান্দরবানের রোয়াংছড়িতে এক যুবকে খুন, দুই জন আটকমানিকছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণদীঘিনালায় বিদ্যুৎ অফিসের দূর্নীতিবাজদের অপসারনের দাবিতে মানববন্ধনমানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানখাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণের দ্রুত বিচারের দাবীতে দীঘিনালায় বিক্ষোভকাপ্তাই হ্রদের পানি ১০৮ ফুট অতিক্রম করলে জলকপাট খুলে দেয়া হবেখাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র রিপন গ্রেপ্তারকৃষিজাত পন্য উৎপাদনে ভালো স্থান পার্বত্য চট্টগ্রামে পতিত উঁচু নিচু ভুমি
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে যুবলীগ নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ অনিয়মের অভিযোগ

৬২

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥

দলীয় প্রভাব বিস্তার করে নিজ এলাকায় মাদকদ্রব্য, ব্যবসার নামে সাধারণ মানুষ থেকে লুটে খাওয়া, পরকীয়া করে অন্যর সংসার ভাঙ্গাসহ নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের যুবলীগ নেতা ও আটারকছড়া ইউপির ৬ নং ওয়ার্ড মেম্বার রুস্তম আলী প্রকাশ রুপ চান মেম্বারের বিরুদ্ধে।

এলাকাবাসী জানান, রুস্তম আলী রুপ চান মেম্বার ক্ষমতায় আসার পর যুবলীগের ওয়ার্ড সভাপতি পরিচয় দিয়ে, প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বল্লেই নানা রকম হুমকি ধামকি দিয়ে থাকতেন। এছাড়াও তিনি ব্যবসার নামে তামাকের উপর টাকা লাগিয়ে, আগের দিনের মত নীল কড় আদায় করতেন বলে জানান এলাকাবাসী।

স্থানীয় সমাজ পতি, বাজার কমিটি ও শিক্ষিত সমাজ বলেন, সাম্প্রতিক সময়ে তিনি পরকীয়া করে অন্যর সংসার ভাঙ্গছে। তাছাড়া দুইটি স্ত্রী থাকা সত্বেও তিনি আরো একটি মেয়ের সাথে পরকীয়া করতে গিয়ে আপত্তিকর ছবি ফেসবুকে শেয়ার করেছেন। যাহা স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের অন্তরে আঘাত করেছে।

এছাড়াও তিনি ইউপি সদস্য হিসেবে সাধারণ মানুষকে ভিজিডি কার্ড সহ বিভিন্ন সরকারী সহায়তা দেওয়ার নামে গ্রামের অবলা মানুষ থেকে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎ করেন। সে দলীয় প্রভাব দেখিয়ে আমাদের গ্রামের অবলা মানুষদের দীর্ঘদিন যাবত অত্যাচার করে আসছে। আমরা এলাকাবাসী উপরোক্ত বিষয়ে শীঘ্রই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারক লিপি প্রেরণ করবো। এছাড়াও লংগদু জোন বাংলাদেশ সেনাবাহিনীর নিকটও বিচার প্রার্থনা করেছি।

উপরোক্ত অভিযোগের বিষয়ে রুস্তম আলী রুপ চান মেম্বার জানায়, উপরোক্ত মাদক সহ অর্থ কেলেঙ্কারি বিষয় গুলো মিথ্যা। নারী কেলেঙ্কারির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আপত্তিকর ছবি গুলো ২০১২/১৩ সালের। তখন আমরা এলাকার অনেকে মিলে আনন্দ ভ্রমণে যাই সেখানে, দুষ্টুমি করে এসব করা হয়েছিলো। এমন কোন কিছু আমি করিনা। আমার বিরুদ্ধে মানুষ অপপ্রচার করছে।

আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, রুস্তম আলী মেম্বার সম্পর্কে কিছু তথ্য আমি চেয়রাম্যান হিসেবে আমার নিকট আসছে। তার মধ্যে নারী কেলেঙ্কারি বিষয়টি বারবার আসছে। তিনি বলেন আমার হাতে এখনো লিখিত অভিযোগ আসেনি, আসলে পরিষদের পক্ষ হতে ব্যবস্থা নেওয়া হবে।
লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আমাদের হাতে অভিযোগ আসেনি যদি আসে ব্যবস্থা নেওয়া হবে।

লংগদু উপজেলা ভাঃ নির্বাহী কর্মকর্তা (ভূমি) কফিল উদ্দীন বলেন, উক্ত বিষয় সম্পর্কে এখনো জানতে পারিনি। তবে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।