দীঘিনালায় নাগরিক নিরাপত্তা কমিটি‘র সাথে মতবিনিময়
সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে সকল কাজ করতে হবে: পুলিশ সুপার মুক্তা ধর
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
শান্তি শৃংখলা সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃংখলা রক্ষায় নাগরিক নিরাপত্তা কমিটির সাথে খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার(১৯আগস্ট) দুপুরে দীঘিনালা থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক নিরাপত্তা কমিটি মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ নরুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ মুক্তাধর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, নাগরিক নিরাপত্তা কমিটির আহবায়ক মোঃ মাসুদ রানা, নাগরিক নিরাপত্তা কমিটির সদস্য সচিব শান্তিপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জয়নালা আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‘র যুগ্ম-সম্পাদক কাজী রানা, প্রচার সম্পাদক মোঃ সামসু রানাসহ উপজেলা গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মতবিনিময় সভায় পুলিশ সুপাার বলেন, সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে সকল কাজ করতে হবে। অন্যয়কারীকে কোন প্রশয় দেয়া যাবে না। সত্য ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে অব্যশই মামলা করা যাবে। ১০/১৫বছরের আগের ঘটনাও মামলা করা যাবে তবে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক হবে না। সঠিক তথ্য দিয়ে মামলা করেন থানায় মামলা নেয়া হবে। পুলিশ আর কোন মিথ্যা মামলা নিয়ে নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করে এলাকা ছাড়া করবে না। পুলিশ এখন সত্যের পক্ষে থেকে জনগনের কাজ করার অঙ্গিকার নিয়েছে। তাই সকলে সহযোগীতা করতে হবে।