[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের লামায় নাগরিক পরিষদের জনসভা ও র‌্যালী

৩৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় জনসভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ‘সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রামে নিহত ছাত্র-জনতার শহীদদের রক্ত ও আন্দোলনের ফসল হোক দেশ ও জাতির কল্যাণে’ লক্ষ্যকে সামনে রেখে এই জনসভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, লামা শাখা।

শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে জনসভা শুরু হয় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় লামা উপজেলা পরিষদ সামনে থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক র‌্যালী শুরু হয়। র‌্যালীটি লামা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে জনসভাস্থলে এসে মিলিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত সার্জন ও বীর মুক্তিযোদ্ধা এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামার সভাপতি আব্দুল আজিজ। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা রুহুল আমিন, মোঃ কামরুজ্জামান, সামশুল ইসলাম, মোঃ শাহজাহান, জাফল আলম টুনু সহ প্রমূখ।