সেনাবাহিনী নানিয়ারচরেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের জন্য টিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ আগষ্ট)
বুড়িঘাট এলাকার আব্দুল লতিফ এবং পাতাছড়ি এলাকার প্রদীপ চাকমার বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘর পুনঃনির্মাণের জন্য টিন প্রদান করা হয়। এছাড়াও, নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার উন্নত খেলাধুলা প্রশিক্ষণ এবং ক্লাবের সার্বিক উন্নতিকল্পে নানিয়ারচর জোন আর্থিক সহায়তা প্রদান করে। উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে টিন এবং উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধির নিকট আর্থিক অনুদান প্রদান করেন, নানিয়ারচর জোন কমান্ডার বিএ-৭৫৯৭ লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি।
জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। এদিকে, নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।