খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকছড়িতে বিএনপি’র দোয়া মাহফিল
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়িতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিএনপির দলীয় কার্যালয়ে ওলামা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মাও ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মাও ইব্রাহিম খলিল আল ফরিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামনন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলে বক্তারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার উন্নত চিকিৎসার সুযোগ টুকু পর্যন্ত দেয়নি। তাকে মিথ্যা মামলা দিয়ে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাছাড়া শেখ হাসিনা সরকার মানুষের ভোটের অধিকারটুকুও কেড়ে নিয়েছিল। গত ১৭টি বছর এদেশের জনগণ নানাভাবে নির্যাতনের স্বীকার হয়েছে। তাদের নিপীড়ন নির্যাতন এতোটা বেড়ে গিয়েছিল যে একজন প্রধানমন্ত্রী হয়েও এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে লাঞ্ছিত হয়ে চুরি করে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। এর আগে খতমে কোরআন ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ কামনায় মোনাজাত অনুুষ্ঠিত হয়।