দীঘিনালায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: এখতার আলী অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৪আগস্ট) সকাল ১১টায় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক মোহাঃ এখতার আলী স্যার এর বিদায় সংবর্ধনা আনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার প্রামানিক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূূমি লুতফর নাহার শারমিন, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ চন্দ্র দাশ, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকার্তা মো: সাইফ উদ্দিন বিপ্লব, দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সটাক্টার মোঃ মাইন উদ্দিন, অনার্থ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, উত্তর রেয়াংগ্যাযা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা প্রমূখ।
বিদায় অনুষ্ঠান অনুভূতি প্রকাশ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসাইন, মোঃ আব্দুল আলম ও শিক্ষার্থীদের মাঝে অনুভূতি প্রকাশ করেন ১০শ্রেণির শিক্ষার্থী মোছা: তাহমিনা আক্তার, ৯ম শ্রেণির শিক্ষার্থী আদিত্য দে, ৮ম শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী ও ৭ম শ্রেনির শিক্ষার্থী আফরিন ওসমান মারজান।
উপজেলা চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা বলেন, শিক্ষকদের জ্ঞান দানে আমরা আজ মানুষের মত মানুষ হয়েছি। অন্যায় কাছে ছাত্ররা কখনো মাথানত করেন না। বিদায়ী প্রধান শিক্ষক এখতার আলী স্যার দীঘিনালা উপজেলা মানুষের হৃদয়ে মাঝে থেকে যাবেন।
বিদায়ী প্রধান শিক্ষক মোহাঃ এখতার আলী বলেন, আমি এই বিদ্যালয়ের আসার পর চলে যাওয়া ইচ্ছাটাই বেশি ছিল। তবে চলে যেতে পারি নাই ছাত্র ছাত্রীদের শিক্ষার আগ্রহ দেখে মায়া পরে যাই আর যেতে এখন চলে যাচ্ছি চাকুরী জীবন শেষ করে বিদায় নিয়ে। আমাকে এই অল্প সময়ে ছাত্র-ছাত্রীরা এত আপন করে নিয়েছে আমি বুঝতে পারি নাই। আজ বিদায় বেলায় বুঝতে পারলাম। আমি যতদিন বেঁচে থাকব ততদিন মনে থাকবে।