[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংখ্যালঘুদের উপরে যেন কোন হামলা না হয় সেদিকে নজর রাখতে হবে

৩১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার (১২আগষ্ট) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন ও যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম।

মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা, কাপ্তাই উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, দেশের অস্থিরতা কাটিয়ে উঠার জন্য অন্তর্বতীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। সবাই একযোগে দলের স্বার্থে কাজ করবেন। প্রতিটি এলাকার পরিবেশ শান্ত রাখবেন। এলাকায় সংখ্যালগু সম্প্রদায়ের উপর যাতে হামলা না করে কেউ, সেই ব্যাপারে সজাগ থাকবেন সবাই। পরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সভাপতি ও সম্পাদকরা বিভিন্ন মতামত প্রকাশ করেন জেলা নেতৃবৃন্দের কাছে। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিদর্শন করেন।