নতুন বাংলাদেশের গড়ার জন্য তরুণদের আহবান
খাগড়াছড়িতে আন্তর্জাতিক যুব দিবসে সনাক-টিআইবি’র মানববন্ধন
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার কার্যকর প্রতিফলন চাই’ শ্লোগানে খাগড়াছড়িতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই কর্মসূচির আয়োজন করে এবং সনাক সদস্য লালসা চাকমার সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় শাপলা চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে খাগড়াছড়ি জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ব্যাপক উপস্থিতি জানান। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সহদলনেতা মোঃ হুমায়ন কবির এবং ইয়েস সদস্য জাহানারা আক্তার। সনাক এর সহ সভাপতি এবং বিশিষ্ট লেখক অংসুই মারমা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সনাক সদস্য লালসা চাকমা তার বক্তব্যে বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে এদেশের তরুণ সমাজ সর্বদা অগ্রগামী ভূমিকা পালন করেছে। তরুণদের আত্মত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা আন্তর্জাতিক যুব আন্দোলনের জন্য অনুকরণীয়।”
বক্তারা উল্লেখ করেন, বিশ্ব যখন তরুণদের শক্তিতে একটি টেকসই উন্নত বিশ্বের স্বপ্ন দেখছে, তখন বাংলাদেশে তরুণরা ইতিহাস সৃষ্টি করেছে। তারা সন্ত্রাস ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রকে সংকটের মুখে ফেলেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সফল ভূমিকা পালন করেছে।
মানববন্ধনে টিআইবি ও সনাক তরুণদের জন্য ১১টি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ২. রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের রাজনীতিকরণ বন্ধ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। ৩. মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের উদ্যোগে স্বাধীন কমিশন গঠন করতে হবে। ৪. মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়তে হবে। ৫. দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারের অবৈধ পদ-পদবী ব্যবহারের পথ বন্ধ করতে হবে।
মানববন্ধনের মাধ্যমে তরুণদের শক্তি ও অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের আহ্বান জানানো হয়। সনাক ও টিআইবি আশা করে, তরুণদের এই উদ্দীপনা এবং উদ্যোগ দেশের ভবিষ্যৎ গড়ার পথে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।