[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হক এর বিদায় সংবর্ধনাডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুমি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করছে: উপদেষ্টাখাগড়াছড়ির মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে বিভ্রান্তিলামা পৌরসেবা সপ্তাহ উপলক্ষে জরিমানা ৫০ শতাংশ মওকুফবান্দরবানের থানচিতে পাহাড়ের ঢালে সোনালি রঙের ধানখাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ বন্ধ সহ অর্থ দন্ডআলীকদমে দূর্গম স্কুলগুলোতে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষকরালংগদুর মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে কেটি টাকার ক্ষতিকাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যারোয়াংছড়ি উপজেলায় শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

সড়কে শৃঙ্খলা ফেরাতে লক্ষ্মীছড়িতে যুব রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থীরা

২৮

॥ মনসুর আলী, লক্ষীছড়ি ॥
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সপ্তাহিক হাটে আসা হাজারো প্রান্তিক কৃষক তাঁদের উৎপাদিত কাঁচা মালামাল বেচাকেনায় বেসামাল ভীড় থাকে। এছাড়া এদিন হাটে মানুষজন আসা-যাওয়ায় সহস্রাধিক অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচলে সড়কে জ্যাম লেগে সাধারণ ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে। বিগত সময়ে এসব নিয়ন্ত্রণ ও জনচলাচল সহজ ও স্বাভাবিকে কাজ করত একদল পুলিশ সদস্য। তাদের অনুপস্থিতিতে রবিবার (১১আগষ্ট) উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর এখনো স্বাভাবিক কাজকর্মে পুলিশ পুরোদমে নেমে আসেনি। ফলে পুলিশের অনুপস্থিতিতে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রুপ, আনসার ভিডিপি, শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠনগুলো এবং যুব রেড ক্রিসেন্ট লক্ষীছড়ি উপজেলা ইউনিটের সদস্যরা। এতে সড়কে অনায়াসে মানুষজনের চলাফেরা সহজ এবং সড়কে যানবাহনের জ্যাম পড়েনি। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এসময় লক্ষীছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা প্রধান তামিম মোল্লা বলেন, ‘ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমসহ সাধারণ শিক্ষার্থী ও লক্ষীছড়ি ছাত্রদল নেতা আনিছুর রহমানের সমন্বয়ক টিমসহ কাজ করছি। সুন্দর স্বাভাবিক লক্ষীছড়ি উপজেলা গড়তে আমরা কাজ করব।