[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে কৃষকের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে মতবিনিময়বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধাররাঙ্গামাটির লংগদুতে মোটরসাইকেল দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুআলীকদমে পিআইও’র বিরুদ্ধে চেয়ারম্যান ও মেম্বারদের অবস্থান কর্মসূচিবিএনপি সম্প্রীতি, উন্নয়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিশ্বাসীরামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানাকাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহেদুল এর বাবার ইন্তেকালজুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে কাপ্তাই নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবারাঙ্গামাটিতে এপিবিএন এর প্রথম ক্যাম্প উদ্বোধনএকজন পিতা ও অভিভাবক হিসেবে তিনিও শোকে কাতর
[/vc_column_text][/vc_column][/vc_row]

সড়কে শৃঙ্খলা ফেরাতে লক্ষ্মীছড়িতে যুব রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থীরা

২৮

॥ মনসুর আলী, লক্ষীছড়ি ॥
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সপ্তাহিক হাটে আসা হাজারো প্রান্তিক কৃষক তাঁদের উৎপাদিত কাঁচা মালামাল বেচাকেনায় বেসামাল ভীড় থাকে। এছাড়া এদিন হাটে মানুষজন আসা-যাওয়ায় সহস্রাধিক অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচলে সড়কে জ্যাম লেগে সাধারণ ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে। বিগত সময়ে এসব নিয়ন্ত্রণ ও জনচলাচল সহজ ও স্বাভাবিকে কাজ করত একদল পুলিশ সদস্য। তাদের অনুপস্থিতিতে রবিবার (১১আগষ্ট) উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর এখনো স্বাভাবিক কাজকর্মে পুলিশ পুরোদমে নেমে আসেনি। ফলে পুলিশের অনুপস্থিতিতে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রুপ, আনসার ভিডিপি, শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠনগুলো এবং যুব রেড ক্রিসেন্ট লক্ষীছড়ি উপজেলা ইউনিটের সদস্যরা। এতে সড়কে অনায়াসে মানুষজনের চলাফেরা সহজ এবং সড়কে যানবাহনের জ্যাম পড়েনি। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এসময় লক্ষীছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা প্রধান তামিম মোল্লা বলেন, ‘ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমসহ সাধারণ শিক্ষার্থী ও লক্ষীছড়ি ছাত্রদল নেতা আনিছুর রহমানের সমন্বয়ক টিমসহ কাজ করছি। সুন্দর স্বাভাবিক লক্ষীছড়ি উপজেলা গড়তে আমরা কাজ করব।