লংগদুতে সেনা জোনের জরুরি মতবিনিময় সভা
॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জরুরি সভা করেন রাঙ্গামাটির লংগদু সেনা জোন। রবিবার সকাল ১০ টায় লংগদু জোনের সভা কক্ষে, জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়ার উপস্থিতিতে উক্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অত্র জোনের অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বর্তমান পরিস্থিতি নিয়ে লংগদু উপজেলার শান্তিসম্প্রীতি বজায় রাখেতে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার লক্ষে সকলের সাথে মতবিনিময় সভা করেন লংগদু জোন।
দেশের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন হয়ে কাজ করার আহবান করেন জোন অধিনায়ক। পাশাপাশি উজেলার সংখ্যালঘুদের সর্ব্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়।