রাঙ্গামাটিতে পুড়িয়ে দেয়া আঃলীগ কার্যালয় পরিদর্শন নেতৃবৃন্দের
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট পরবর্তী দলীয় কার্যালয় পরিদর্শন করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। রবিবার (১১আগষ্ট) দুপুরে পরিদর্শেনের সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন পরবর্তী জেলা আওযামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক মুছা মাতব্বর রাঙ্গামাটি সদরসহ পুরো জেলা-উপজেলায় নেতাকর্মীদের উপর হামলা, জুলুম-নির্যাতন, অত্যাচার ও কার্যালয়ে অগ্নিসংযোগ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি নেতাকর্মীদের মনোবল না হারিয়ে আগষ্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে নেতাকর্মীদের পুনরায় সংগঠিত হওয়ার আহব্বান জানান।