রাঙ্গামাটিতে বাজার পর্যবেক্ষণে কাউন্সিল অব কনজিউমার রাইটস্
॥ নিজস্ব প্রতিবেদক ॥
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বাণিজ্যিক শহর বনরুপা বাজার মনিটরিং ও ক্রেতা সুরক্ষার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল ১০:০০ ঘটিকায় পুরো বনরুপা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ওজন ঠিক রাখা, ওজন মাপার ডিজিটাল মিটার দৃশ্যমান স্থানে রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, মূল্য চার্ট দৃশ্যমান স্থানে রাখাসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সিআরবি রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি এ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মিকেল চাকমা, আইন ও লিগ্যাল এইড সম্পাদক এ্যাডভোকেট গফুর বাদশা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিষয়ক সম্পাদক শান্তি প্রিয় চাকমা, পরিবহন যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার আজিম, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ানুল হক, সার্ভিস ফি ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ এমাদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং বিষয়ক সম্পাদক কহিনুর আক্তার নুপুর ও ইব্রাহিম হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে এ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম হাসান বলেন, সংকটময় পরিস্থিতিতে দ্রব্যমূল্য ঠিক ও ওজন ঠিক রাখা, ওজন মাপার মিটার দৃশ্যমান স্থানে রাখাসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম ক্রেতা ও বিক্রেতাদের মাঝে প্রচার করা হয়। এতে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।
সংগঠনঠির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন বলেন, কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙ্গামাটি শাখা আমরা বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক শহর বনরুপাতে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এতে ক্রেতা ও বিক্রেতারা আমাদের কার্যক্রমকে সাধুবাদ জানানোর পাশাপাশি কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান।