[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও উপস্থিত কম

৩২

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও উপস্থিত কম। দেশের বিরাজমান পরিস্থিতির ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিছুদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক আদেশে সকল প্রতিষ্ঠান গত মঙ্গলবার হতে খোলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলেও শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি একেবারে শুন্যেও কোঠায়।

অনেক অভিভাবক ভয় ও আতঙ্কের কারণে তার প্রিয় সন্তানকে শিক্ষা পাঠাচ্ছে না। গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা একেবারে কম। কয়েকজন প্রতিষ্ঠান প্রদানের সাথে আলাপকালে জানা যায় ভয় ও আতঙ্কের ফলে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না। তাই উপস্থিতি সংখ্যা কম। কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, আবদুল্লাহ আল মামুন, শহীদ শামশুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান মো.হানিফ এছাড়া বিএফআই ডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান মো.ইউসুফ মিয়া জানান আমরা নির্দেশনা পেয়ে প্রতিষ্ঠান সাথে সাথে খুলেছি। কিন্ত শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কম।

অভিভাবকরা ভয়ে তাদের প্রিয় সন্তানকে স্কুলে বা কলেজে পাঠাচ্ছে না। তবে আশা করা হচ্ছে আগামি রবিবার (১১আগস্ট) হতে উপস্থিতি আরোও বৃদ্বি পাবে।এদিকে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল মতিন হাওলাদার ও কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী জানান আমাদের প্রতিষ্ঠান খোলা রেখছি। তবে শিক্ষার্থী উপস্থিতি সংখ্যা একেবারেই কম। আশা করছি আগামি রবিবার হতে শিক্ষার্থী উপস্থিতি সংখ্যা বৃদ্ধি পাবে। কাপ্তাই উপজেলায় ১টি ডিগ্রী কলেজ,১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান,১টি স্কুল এন্ড কলেজ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়,২টি দাখিল মাদ্রাসা,৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।