চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৭১০টি ইয়াবা সহ ব্যবসায়ী আটক
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭১০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে ২নং রাইখালী ইউনিয়ন কাজীপাড়া সাকিনস্থ টেকের মোড় হতে মোঃ জুয়েল(৩০)কে গ্রেপ্তার করা হয়। সেই ২নং রাইখালী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার মোঃ ইসমাইল ছেলে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম জানান থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। আসামির বিরুদ্বে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতো সোর্পদ করা হয়েছে।