থানচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ
॥ থানচি প্রতিনিধি ॥
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক বাস্তবায়নাধীনে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম’র ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা পর্যায়ে বান্দরবানে থানচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় থানচি উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। এতে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কমিটি’র সকল সদস্যরা অংশগ্রহণ করেছেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, থানচি থানার এস আই (নিরস্ত্র) রতন কান্তি দে, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ আল নোমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।