[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

দুই সন্তানের জননীকে অপহরণ ও অসামাজিক কাজে জড়িত

কাপ্তাইয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবাইদ বহিষ্কার

৪৯

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

দুই সন্তানের জননীকে অপহরন ও অসামাজিক কার্যাকলাপে অভিযুক্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদকে বহিষ্কার করেছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ জুলাই) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন এবং সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দীন ফরহাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সিন্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি ও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদ কে তার দায়িত্বরত সকল প্রকার কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করা হল। এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্টু তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

এদিকে এবিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন জানান, বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা তার কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার পর দ্রুত উর্ধতন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। এবং এক জরুরি বৈঠকের মাধ্যমে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সংগঠন থেকে মো. জুবাইদ হোসেন জাবেদ এর বিরুদ্ধে অব্যাহতি এবং সুষ্টু তদন্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কার এর সিন্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদ(২৫) এর বিরুদ্ধে দুই সন্তানের এক জননীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় ওই অপহরিত মহিলার স্বামী সৌদি প্রবাসী মিজানুর রহমান রাঙ্গুনিয়া থানায় গত ৮ জুলাই বাদী হয়ে অভিযুক্ত জাবেদসহ অজ্ঞাত নামা এক দুই জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে রাঙ্গুনিয়া থানা পুলিশ অপহরিত ভিকটিম এবং অভিযুক্ত জাবেদকে গ্রেফতার করতে কাজ করছে বলে জানান।