খাগড়াছড়িতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম দিদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম, খাগড়াছডি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান প্রমুখ।
আলোচনায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা’র ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন।