লংগদুতে তিন লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার তিন
॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে ৩ লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট সহ তিনজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ। রবিবার (৭জুলাই) রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকা থেকে তাদেও গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানার এস আই ফুলন বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৪৪০ প্যাকেট বিদেশী সিগারেট সহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তিন জনের দুজনই উপজেলার রাঙ্গীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম, ও গিয়াস উদ্দীনের ছেলে রাশেদুজ্জামান এবং অপরজন বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকের মৃত হাসেমের ছেলে ওবায়দুল হক।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানায়, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে।