মাটিরাঙ্গায় ভারতীয় নাগরিক কসমেটিকস সহ গ্রেফতার
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় কসমেটিকস সহ অবৈধ অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) রাতের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল ৪তারিখ অভিযান চালিয়ে মাটিরাঙ্গার বিআরটিসি কাউন্টারের সামনে থেকে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক্স, ভারতীয় রুপি যা বাংলাদেশী ২১ হাজার ৪১৫ টাকা, একটি স্যামসাং এন্ড্রয়েড ফোন এবং তার পকেট থেকে ভারতীয় পরিচয়পত্র সহ ইমামুল হক খন্দকার ইমাম (১৮) (ভারতীয় পরিচয়পত্র নং-৪৫১৮৫৩০৯৪২৫২) নামে এক জনকে গ্রেফতার করা হয়। তার পিতার এনামুল হক, সে ভেপুরা, বীরভুম এলাকার পশ্চিম বঙ্গ ভারতের বাসিন্দা।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।