কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সাইথোয়াই অং চৌধুরী’র
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ছাত্রলীগের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সাইথোয়াই অং চৌধুরী। শুক্রবার (৬ জুলাই) কাপ্তাই উপজেলার সাবেক ও বর্তমান নেতাকর্মীদেও সাথে নিয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, সহ সভাপতি আল আমিন, রফিকুল রহমান মুন্না, সদস্য নিজাম উদ্দিন, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালা উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাসেল, কর্ণফুলী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ রনি, সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ফাহিম, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মেহেরাফ হোসেন রাফি, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ধ্রবরাজ ভৌমিক ধ্রুব, সাধারন সম্পাদক মুন্না, ওয়াগ্গা ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থোয়াইজলা, যুগ্ম সম্পাদক এনামুল সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।