[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে ফেক আইডিতে বিভ্রান্ত সাধারণ মানুষ ও জনপ্রতিনিধি

ফেক (ভুয়া) আইডি ব্যবহারকারীদের শাস্তির আওতায় আনা হবে

৬১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
সামাজিক যোগাযোগমাধ্যম বলতেই আমরা এখন প্রায় সবাই ফেসবুককেই বুঝি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফেসবুকের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অপব্যবহারও। বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। ফলে বিপদে পড়ছেন অনেকেই। ব্যবহারকারীদের জন্য ফেসবুক আইডি খোলার নিয়মে কিছুটা বাড়তি বাধ্যবাধকতা এনেছে ফেসবুক। তারপরও মানছে না কেউ।

তবে পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার যে বাড়তি সুবিধা পাওয়া যেত এখন সেটি আর করা যাবে না। সারা দেশে বিভিন্ন নামে বেনামে ফেসবুক ফেক আইডি রয়েছে অসংখ্য, এর ব্যতিক্রম নয় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাও। বেনামে ফেক আইডিগুলি নানা রকম উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে প্রতিনিয়ত। রীতিমতো এসব আইডিগুলি বিভিন্ন ব্যক্তির কাছে তথ্য ছড়িয়ে ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবি করছে। এসমস্ত ফেক আইডির বিরুদ্ধে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় অভিযোগ করা হয়েছে বহুবার। তারপরও আইনের তোয়াক্কা না করেই, নির্ধিয়ায় চালাচ্ছে এসব বেনামি আইডিগুলি।

উপজেলায় সম্প্রতি একটা আইডি সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান,উবাচ মারমা, ২২৮ নং পৌয়তু মৌজার হেডম্যান উথিনসিন মারমা ও দুই নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা এর বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। এতেই ক্ষান্ত হয়নি, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে দিন রাত সমান তালে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, একটা আইডি খুলে আমাকে বিভিন্ন ধরণের উস্কানি সন্ত্রাসী লিখে আমার মান সস্মান ক্ষুন্ন করে আসছে। আমি এ ব্যাপারে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা সভার মাধ্যমে থানার (ওসি)কে বিষয়টি অবগত করেছি। সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, অতি দ্রুত এসব নকল আইডির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে চরম ক্ষতি হতে থাকবে। সামজিকযোগাযোগ এ মাধ্যমে সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে মানুষ। যদিও ডিজিটাল নিরাপত্তায় কঠোর আইন করা হয়েছে এইসব ফেক আইডির বিরুদ্ধে।

এ বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেন পাঠোয়ারী বলেন, রাজস্থলী উপজেলাতে আমরা ফেক একাউন্টের অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যে চিহ্নিত করার কাজ শুরু করেছি। অতি শীঘ্রই এসব ফেক আইডির ব্যবহারকারীদের শাস্তির আওতায় আনা হবে।