[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে ফেক আইডিতে বিভ্রান্ত সাধারণ মানুষ ও জনপ্রতিনিধি

ফেক (ভুয়া) আইডি ব্যবহারকারীদের শাস্তির আওতায় আনা হবে

৬২

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
সামাজিক যোগাযোগমাধ্যম বলতেই আমরা এখন প্রায় সবাই ফেসবুককেই বুঝি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফেসবুকের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অপব্যবহারও। বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। ফলে বিপদে পড়ছেন অনেকেই। ব্যবহারকারীদের জন্য ফেসবুক আইডি খোলার নিয়মে কিছুটা বাড়তি বাধ্যবাধকতা এনেছে ফেসবুক। তারপরও মানছে না কেউ।

তবে পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার যে বাড়তি সুবিধা পাওয়া যেত এখন সেটি আর করা যাবে না। সারা দেশে বিভিন্ন নামে বেনামে ফেসবুক ফেক আইডি রয়েছে অসংখ্য, এর ব্যতিক্রম নয় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাও। বেনামে ফেক আইডিগুলি নানা রকম উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে প্রতিনিয়ত। রীতিমতো এসব আইডিগুলি বিভিন্ন ব্যক্তির কাছে তথ্য ছড়িয়ে ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবি করছে। এসমস্ত ফেক আইডির বিরুদ্ধে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় অভিযোগ করা হয়েছে বহুবার। তারপরও আইনের তোয়াক্কা না করেই, নির্ধিয়ায় চালাচ্ছে এসব বেনামি আইডিগুলি।

উপজেলায় সম্প্রতি একটা আইডি সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান,উবাচ মারমা, ২২৮ নং পৌয়তু মৌজার হেডম্যান উথিনসিন মারমা ও দুই নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা এর বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। এতেই ক্ষান্ত হয়নি, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে দিন রাত সমান তালে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, একটা আইডি খুলে আমাকে বিভিন্ন ধরণের উস্কানি সন্ত্রাসী লিখে আমার মান সস্মান ক্ষুন্ন করে আসছে। আমি এ ব্যাপারে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা সভার মাধ্যমে থানার (ওসি)কে বিষয়টি অবগত করেছি। সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, অতি দ্রুত এসব নকল আইডির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে চরম ক্ষতি হতে থাকবে। সামজিকযোগাযোগ এ মাধ্যমে সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে মানুষ। যদিও ডিজিটাল নিরাপত্তায় কঠোর আইন করা হয়েছে এইসব ফেক আইডির বিরুদ্ধে।

এ বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেন পাঠোয়ারী বলেন, রাজস্থলী উপজেলাতে আমরা ফেক একাউন্টের অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যে চিহ্নিত করার কাজ শুরু করেছি। অতি শীঘ্রই এসব ফেক আইডির ব্যবহারকারীদের শাস্তির আওতায় আনা হবে।