বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা
দীঘিনালায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের প্রথম সভা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত দীঘিনালা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ এর প্রথম সভায় অংশ গ্রহন করেছেন।
বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ২০৫ নম্বর সেমিনার কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানগণের প্রথম সভা (উপজেলা পরিষদ সাধারণ সভা) অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) কমিশনার মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তনয় তালুকদার, দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সটাক্টও মোঃ মাইন উদ্দিন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা মুক্তিযোদ্ধা কমান্ডা‘র সাবেক সভাপতি এনামুল হক চৌধুরী, দীঘিনালা চাঙমা সংস্কৃতিক গোষ্ঠি পরিচালক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক।
পরে এতে নব নির্বাচিত চেয়ার্যান ধর্মজ্যোতি চাকাম, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা ও মিজ সীমা দেওয়ানকে বরণ করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা বলেন, আমি সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে কাজ করব। দীঘিনালা বাসির উন্নয়নের জন্য কাজ করতে সকলের সহযোগীতা কামনা করছি।